চট্টগ্রাম, ২০ জুলাই, চট্টগ্রাম:
আজ মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। তবে চট্টগ্রামে এখনো লোডশেডিংয়ের শিডিউল তৈরি করতে পারেনি পিডিবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানান, আজ মঙ্গলবারের মধ্যে তালিকা হয়ে যাবে। বিভিন্ন ফিডারগুলোর কাছে লোডশেডিংয়ের একটি তালিকা পৌঁছে যাবে।
পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, এতদিন আমরা পাওয়ার সাপ্লাইয়ের উপর ভিত্তিক জোনগুলোকে জানিয়ে দিতাম। এখন সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুনভাবে শিডিউল করতে হবে। এই শিডিউল করা হবে কতটা বিদ্যুৎ আমরা সাপ্লাই দিতে পারব তার উপর ভিত্তি করে।
গতকাল সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এক ঘণ্টায় বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করা সম্ভব না হলে লোড শেডিং দুই ঘণ্টা করা হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সূচি অনুযায়ী লোডশেডিং দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।
অন্যদিকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সরকার রাত আটটার মধ্যে সকল মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছে। যে সব এলাকায় মার্কেট ও শপিংমল খোলা থাকবে সেখানে বিদ্যুৎ বন্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে প্রার্থনার পর প্রার্থনাস্থলের বিদ্যুৎ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ছবি: সংগৃহীত