চট্টগ্রাম,২৩ জুলাই, ২০২২:
বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন আজ শনিবার বিকালে নগরীর ধনিয়াল পাড়ার বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
বায়তুশ শরফের পীর সাহেব(রাহবারে বায়তুশ শরফ) আল্লামা শায়ক মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম।
এছাড়া বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া সহ নেতৃবৃন্দ ও খাদেমগণ বক্তব্য রাখেন।
দ্বিবার্ষিক সম্মেলনে গুণীজন ও দাতা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
Discussion about this post