চট্টগ্রাম, ৩১ জুলাই, ২০২২:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের উদ্যোগে ওয়ার্ড প্রাইমারি হেলথ কেয়ার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয় সভা সম্প্রতি ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী। সমন্বয় সভায় কাউন্সিলর ও ওয়ার্ড কো-অর্ডিনেশন কমিটির সভাপতি প্রকল্পের কর্ম এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানসহ সমন্বিত মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবহিতকরণ আলোচনায় অংশগ্রহণ করেন। নগরের বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর নিকট খুব সহজে স্বাস্থ্য সেবা প্রদানসহ সেবা প্রাপ্তিতে সহজলভ্য হওয়ায় এই প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এসময় তিনি মমতার আরবান প্রকল্পের আওতায় ওয়ার্ডের কর্ম এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে সহজীকরণে সেবাদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে পরামর্শ ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে তার সহায়তা অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন। এসময় মমতার আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের ম্যানেজার, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
Discussion about this post