চট্টগ্রাম,৩১ জুলাই, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী স্কুল ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ আজ ৩১ জুলাই, বিকাল ৪ টায় সিজেকেএস জিমনিশিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান এইচ.এম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং প্রশিক্ষণ কর্মসূচির স্পন্সর প্রতিষ্ঠান রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদুল করিম সিকদার বাপ্পি। আরো উপস্থিত ছিলেন- সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির মিঞা, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন, সিজেকেএস কাউন্সিলর শওকত হোসেন, এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ নূর নবী লিটন, কোর্স কো-অর্ডিনেটর ও সিজেকেএস চুকবল কমিটির যুগ্ম সম্পাদক মো. হায়দার আলী, কমিটির সদস্য জাহিদুল আমিন তারেক, সানি দত্ত প্রমুখ।
পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণ কর্মর্সূচি পরিচালনা করেন আজিজুল হাকিম মুন্না, মোঃ আলমগীর, আরাফাত হোসেন। বিজ্ঞপ্তি