চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২২:
মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মীদের ওরিয়েন্টেশন ১২ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হয়। নগরীর হালিশহরের মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন-এর উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। সভায় সেশন পরিচালনা করেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ, সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ, নাহিদ ফারহানা প্রমুখ। ওরিয়েন্টেশনে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা কিভাবে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রান্তিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখতে পারেন সে বিষয়ে ধারণা প্রদান করা হয়। এছাড়াও দীর্ঘ চার দশক ধরে মমতার বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সম্পর্কে উপস্থাপনা ও ভিডিও ডক্যুমেন্টারি প্রদর্শন করা হয়। ওরিয়েন্টেশনে মমতার লক্ষ্য উদ্দেশ্য সহ কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয়।
ওরিয়েন্টেশন সমাপনীতে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, মমতা এমন একটি সংস্থা যেটি সুদীর্ঘ চার দশক ধরে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মানব মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তাই আমাদের সকল সহকর্মীদের এসব বিষয় বিবেচনায় রেখে মানুষের কল্যাণে কাজ করার প্রতি সবসময় অগ্রাধিকার প্রদান করে। বিজ্ঞপ্তি
Discussion about this post