চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২২:
২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের ২য় ম্যাচে মাঠে নামে প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইরান। বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। ৬-২ গোলে হারল ইরান। ম্যাচের বেশিরভাগ সময়জুড়েই ইংলিশদের আক্রমণ সামলাতেই পর্যুদস্তু এশিয়ার দেশটি। জুডে বেলিংহাম ৩৫ মিনিটে, বুকাইয়ো সাকা ৪৩ মিনিট ও ৬২ মিনিটে, রাহিম স্টারলিং ৪৬ মিনিটে, মার্কাস রাশফোর্ড ৭১ মিনিটে, জ্যাক গ্রীলিশ ৮৯ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল করে। অন্যদিকে মেহেদী টারেমি ৬৫ মিনিটে ও ১০৩ মিনিটে ইরানের হয়ে ২ টা গোল করে। বিশ্বকাপের মঞ্চে এ বারই প্রথম মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ইরান।যদিও ইংল্যান্ড তুলনামূলক বেশী শক্তিশালী ছিলো ইরানের চেয়ে। ম্যাচের শুরুতেই ইরানের গোলরক্ষক চোট পেয়ে মাঠের বাইরে চলে যায়।১৫ মিনিট বিরতি রাখা হয় তার চিকিৎসার জন্য। সবমিলিয়ে খলিফা ইন্টারনেশনাল স্টেডিয়ামে দিনটি সুখকর যায়নি ইরানের।
অপর খেলায় দুটির মধ্যে আমেরিকা ও ওয়েলস ১ -১ গোলে ড্র হয়েছে। এছাড়া নেদারল্যান্ডস ২ গোলে সেনেগালকে হারিয়েছে।
Discussion about this post