চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২২:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অ-১৭) ২০২২ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় বালক চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রানার্স আপ বান্দরবান পার্বত্য জেলা। বালিকা চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা ও রানার্স আপ ফেনী জেলা। বালকদের ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে ৪-৩ গোলে বান্দরবান পার্বত্য জেলাকে পরাজিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ম্যাচেও নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে ৫-৩ গোলে ফেনী জেলাকে পরাজিত করে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়। অংশগ্রহণকারী সকল দল থেকে সেরা ৪০ জন বালক ও ৪০ জন বালিকা খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাইকৃত খেলোয়াড় থেকে ১৮ জনের দল ঘোষণা করে বালক ও বালিকা আলাদাভাবে আগামী মাসে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। বালকদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় মো. ফয়সাল ও সর্বোচ্চ গোলদাতা বান্দরবান জেলা দলের অং মোংগা মারমা (০৩ গোল)। বালিকাদের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় ফেনী জেলার জান্নাতুল ফেরদৌস ঝিনুক (০৪ গোল)।
২৩ নভেম্বর দুপুর ১২.৩০ টায় চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লুৎফুর রহমান, সভাপতি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি মো. মমিনুর রশিদ, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মর্তুজা, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ কাজল, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির সদস্য সচিব ও সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহিন এবং বিভিন্ন জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post