খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইছড়ি উপজেলার পশ্চিম জারুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। উপজেলার পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ মূল দলের ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে রবিবার সকালে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের একটি বিশেষ টহল দল সেখানে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা চালায় । এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। পরবর্তীতে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ২টি একে-৪৭, ২টি একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্মুনিশন, ২টি মোবাইল ও ৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর রিজিয়নের জিটুআই মেজর জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের দমনে অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post