চট্টগ্রাম,২৭ ডিসেম্বর, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এ.কে.এম ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস এ.কে.এম ফাউন্ডেশন প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লীগ ২০২২-২৩ গত ২৬ ডিসেম্বর সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএসের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
উদ্বোধনী দিনে ১ম বিভাগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, ফ্রেন্ডস ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জাস, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, কল্লোল সংঘ, চট্টগ্রাম আবাহনী লি., উল্লাস ক্লাব, ডবলমুরিং ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জয় লাভ করে।
উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন এ.কে.এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে এবং সম্পাদক মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো. দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর লোকমান হাকিম মো. ইব্রাহীম, দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল উল ইসলাম সাচ্চু, মোঃ আলী কায়ছার, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, প্রকৌশলী এস এম তারেক, সদস্য কামরুল ইসলাম, মির্জা আরিফুর রহমান (রনি), মো, ইসহাকসহ অংশগ্রহণকারী দাবাড়–বৃন্দ। ১ম বিভাগ লীগে ৩০টি দল অংশগ্রহণ করে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত উক্ত লীগের খেলা চলবে। আগামীকাল সকাল ১০.৩০ টায় ২য় রাউন্ডের খেলা এবং বিকাল ৩ টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বিশ^ দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত এ লীগে মোট ১৬০ জন দাবাড়– অংশগ্রহণ করেন। প্রিমিয়ার বিভাগ দাবা লীগ ৩১ ডিসেম্বর বিকাল ৩ টা হতে শুরু হবে। বিজ্ঞপ্তি
Discussion about this post