চট্টগ্রাম, ৩ জানুয়ারি, ২০২৩:
সমাজসেবায় অনবদ্য অবদানের জন্য সরকারি সম্মাননা পেল বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। গত সোমবার ২ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নিকট হতে এ সম্মাননা গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশু অধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে ভূমিকাসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বিগত ৪০ বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে নিরলসভাবে কাজ করে আসছে। যার ফলে মমতা জাতীয়ভাবে ১৪বার শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি অর্জন করেছে এবং এ জন্য মমতা দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সামগ্রিক দিক বিবেচনায় সমাজসেবা অধিদপ্তর হতে এ সম্মাননা পেল মমতা। সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবার উপ-পরিচালক মো. ফরিদুল আলম। বিজ্ঞপ্তি
Discussion about this post