চট্টগ্রাম, ৩ জানুয়ারি, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এ.কে.এম ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস এ.কে.এম ফাউন্ডেশন প্রিমিয়ার বিভাগ দাবা লীগে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৬ খেলায় ৫টিতে জয় ও একটি ড্র করে ১১ ম্যাচ পয়েন্ট ও ১৭ গেইম পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। লিটল ব্রাদার্স ৫ খেলায় ৮ ম্যাচ পয়েন্ট নিয়ে ২য় স্থানে, সমান খেলায় ৭ ম্যাচ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে পাঁচলাইশ যুব সংঘ, সমান পয়েন্ট নিয়ে আবেদীন ক্লাব ৪র্থ, বাকলিয়া একাদশ ৫ ম্যাচ পয়েন্ট নিয়ে ৫ম, পাথরঘাটা দুর্বার ৩ ম্যাচ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ, আগ্রাবাদ ১ ম্যাচ পয়েন্ট নিয়ে ৭ম ও বন্দর ০ পয়েন্ট নিয়ে ৮ম তথা সর্বশেষ স্থানে রয়েছে।
বিশ^ দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত লীগে ৮টি দলে ৪৪জন দাবাড়ু অংশগ্রহণ করে এবং লীগটি সাত রাউন্ড রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দুপুর ২ টায় টায় শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এ দাবা লীগে চিফ আরবিটর হিসেবে ফিদে আরবিটর প্রকৌশলী এস এম তারেক এবং ডেপুটি আরবিটর হিসেবে ফিদে আরবিটর তনিমা পারভিন দায়িত্ব পালন করেন।
আগামীকাল ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় টায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেশন হলে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বিজ্ঞপ্তি
Discussion about this post