চট্টগ্রাম, ১৬ জানুয়ারি, ২০২৩:
শেখ কামাল ২য় যুব গেমস্ ২০২৩ এ বিভাগীয় পর্যায়ের হ্যান্ডবল খেলায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।১৬ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২৬-২১ গোলে বন্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে চট্টগ্রাম জেলা দল ১২-৭ গোলে এগিয়ে ছিল। চট্টগ্রাম জেলা দলের পক্ষে শিহাব উদ্দীন ৬টি, শিফাতুল ইসলাম ও আব্দুল্লাহ আল নিহান ৪টি করে গোল করেন। বন্দরবান জেলার পক্ষে কোষাংমং মারমা ৫টি গোল করেন, এর আগে উদ্বোধনী খেলায় বান্দরবান ২১-৩ গোলে ফেনীকে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২১-৫ গোলে ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চেšধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শর্মিস্টা রায়, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মাদ তাহের উল আলম চৌধুরী স্বপন, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রলু প্র মারমা, সিজেকেএস হ্যান্ডবল কমিটি সম্পাদক আছলাম মোরশেদ, যুগ্ম সম্পাদক কল্লোল দাশ। বিজ্ঞপ্তি
Discussion about this post