চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩:
বাংলাদেশে গার্মেন্টস শিল্পে যাত্রা শুরু করে চট্টগ্রাম থেকে। কিন্তু চট্টগ্রামের গার্মেন্টস শিল্প এখন নানা দৈন্যদশায় হাবুডুবু খাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার যে সনদ দিয়েছে তার মধ্যে বিশ্বে ১ নম্বর পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে গ্রিন টেক্সটাইল লি.। একই সাথে বিশ্বের সেরা ১০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৮টিই বাংলাদেশে। এগুলো হল- রেমি হোল্ডিংস লিমিটেড, ফতুল্লা অ্যাপারেলস, তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, প্লামি ফ্যাশনস লিমিটেড, সিল্কেন সুইং লিমিটেড, মিথেলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথম ১০টি কোম্পানি সবগুলো প্লাটিনাম সনদ অর্জন করেছে। বিভিন্ন ক্যাটাগড়িতে তাদের নম্বও দেওয়া হয়েছে। ১১০ এর মধ্যে ১০৪ নম্বর ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গ্রিন টেক্সটাইল লি.। ১০ এর মধ্যে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার একটি কওে পরিবেশবান্ধব কারখানা রয়েছে। ইউএসজিবিসির তালিকায়, বিশ্বের পরিবেশবান্ধব শীর্ষ ১০০ কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশের।
যেসব কারখানা ৮০ থেকে ১১০ এর মধ্যে নম্বও পায় তারা ‘লিড প্লাটিনাম’, ৬০ থেকে ৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ ও ৩৫-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেয় ইউএসজিবিসি। ২০২২ সালে দেশে পোশাক শিল্পের ১৪৩টি কারখানা পরিবেশবান্ধব স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ৪১ লিড প্লাটিনাম, ৮৯টি লিড গোল্ড এবং লিড সিলভার ১১টি এবং লিড সার্টিফায়েড হয়েছে দুটি কারখানা। ১৪৩ টি কারখানার মধ্যে চট্টগ্রামের ১৬ টি কারখানা ছিল।
Discussion about this post