সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ আজ ১-১ গোলে ড্র হয়েছে। এর আগে ১ অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। এতে বাংলাদেশ ৪ পয়েন্ট পেয়ে এগিয়ে যায়। আজকের ম্যাচ থেকে ভারত ও বাংলাদেশ ১ পয়েন্ট করে পাবে।
সাফের এবারের ফুটবল আসর বসেছে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে।সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে।
মোট পাঁচটি দল অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরে। দলগুলো হচ্ছে -মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে সাফ ফুটবলের সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। পাকিস্তান ও ভুটান অংশ নিচ্ছে না।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। শীর্ষ দুই দল ফাইনালে খেলবে ১৩ অক্টোবর।
১ অক্টোবর উদ্বোধনী ম্যাচে লড়ে শিরোপাধারী মালদ্বীপ ও নেপাল। দিনের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজকের ম্যাচ বাংলাদেশ ১০ জন নিয়ে খেললেও রুখে দিয়েছে ভারতকে। ভারতের সুনীল ছেত্রী আর বাংলাদেশের ইয়াসিন আরাফাতের গোলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
খেলার শুরু থেকেই আক্রামণাত্মক ছিল দুই দল। তবে গোলের সুযোগ বেশি পায় ভারত। ২৬ মিনিটে ভারতের সুনীল ছেত্রী বাংলাদেশের জালে বল পাঠায়। দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে ডি বক্সে বল পেয়ে দর্শনীয় হেডে ম্যাচে সমতা ফেরান লাল-সবুজের ইয়াসিন আরাফাত। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় দুই দলের লড়াই।
এর আগে ৫৪ মিনিটে বাংলাদেশের বিশ্বজিৎ ঘোষ লাল কার্ড পান। ভারতের লিস্টন কোলাসো বল নিয়ে গোলের দিকে ছুটলে তাকে পিছন থেকে টেনে ফেলে দেন বাংলাদেশের বিশ্বনাথ। এতে তার কপালে লালা কার্ড জুটে। কিন্তু এতে বাংলাদেশকে দমাতে পারেনি। শেষ পর্যন্ত দশজনই নিয়েই ভারতের বিরুদ্ধে আক্রমণ শানায় বাংলাদেশ। তাতে ৭৪ মিনিটে সমতা ফেরায়। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামের পুরো ম্যাচে ভারতের আধিপত্য বেশি থাকলেও বাংলাদেশ ভারতকে আর গোল করার কোনো সুযোগ দেয়নি।
Discussion about this post