চট্টগ্রাম, ২৮ জুলাই, ২০২৩:
বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ মারা যাচ্ছে হেপাটাইটিস রোগে। হেপাটাইটিস নিয়ে একমুহুর্তও বসে থাকার সুযোগ নেই। এখনি হেপাটাইটিস স্ক্রিনিং করাতে হবে, ধরা পড়লে চিকিৎসা নিতে হবে, টিকা না নিলে এখনই নিতে হবে। ২০৩০ সালের মধ্যে এটা নির্মূল করতে হবে। আমাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এ রোগ নির্মূল করা সম্ভব হবে।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার কেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত র্যালি, রোগীদের উপস্থিতিতে সুধী সমাবেশ ও র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শুক্রবার নগরের এম এম আলী রোডের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমরা আর অপেক্ষা করতে পারি না’। প্রতিপাদ্যের আলোকে সবাইকে দ্রুত চিকিৎসা ও টিকা নেয়ার আহবান জানান বক্তারা।
বক্তারা বলেন, ভাইরাল হেপাটাইটিস বর্তমান বিশ্বের একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বের প্রায় সাড়ে ৩২ কোটি লোক হেপাটাইটিস রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্যি যে তাদের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। সারাবিশ্বে প্রতিবছর প্রায় ১০ লক্ষ লোক ভাইরাল হেপাটাইটিসে মারা যায়। লিভার ক্যান্সারে মারা যাওয়া প্রতি ৩ জনের ২ জনই হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’তে আক্রান্ত হয়ে থাকেন। আমাদের দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে আক্রান্ত। তাদের অনেকেই বিভিন্ন সময়ে ক্যান্সারসহ লিভারের অন্যান্য জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ হাজার মানুষ হেপাটাইটিসজনিত রোগে মারা যায়। এছাড়া বাংলাদেশে ৩.৫ শতাংশ গর্ভবর্তী মা হেপাটাইটিসে আক্রান্ত।
তারা বলেন, হেপাটাইটিস কেয়ারকে শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক না রেখে জনগণের কাছে নিয়ে আসতে হবে এবং সহজ করে তোলার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে স্থানীয়ভাবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে হেপাটাইটিস স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ে। এছাড়া জীবাণুমুক্ত ইনজেকশনের ব্যবহার, নিজের রেজার ও ব্লেড নিজে ব্যবহার, নিরাপদ যৌনতা এবং হেপাটাইটিস বি‘র টিকা গ্রহণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা অপরিহার্য।
লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, চসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল আমিন। লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চমেক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আরবি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াসউদ্দীন তালুকদার।
Discussion about this post