চট্টগ্রাম, ০১ ডিসেম্বর, ২০২৩:
যাত্রী পরিবহনের মাধ্যমে নবনির্মিত কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়ে কক্সবাজার থেকে ঢাকা গেছেন যাত্রীরা। তবে কক্সবাজার এক্সপ্রেস যাত্রার সুখবরের মধ্যেই আছে একটি দুঃসংবাদও। উদ্বোধনের প্রথম দিনেই ট্রেনটিতে কাটা পড়ে কুমিল্লার লাকসামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত ওই যুবকের নাম হোসেন রাব্বি সুজন (২২)। তিনি লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা
১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে লেকের পাড়ে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে। প্রথম দিন ১৫টি বগিতে ৭৮০ জন যাত্রী নিয়ে এই ট্রেন কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাত্রীদের আবেদনের মুখে আরও চারটি বগি বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইঞ্জিনসহ ২০টি বগি নিয়ে কক্সবাজার স্টেশন ছাড়ে ট্রেনটি। এতে যাত্রী ছিলেন ১ হাজার ২০ জন।
ট্রেনটিতে চড়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসেন রেল মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবিরও। যাত্রীর চাহিদার বিষয়টি মাথায় রেখে জানুয়ারি থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি সংবাদ মাধ্রমকে জানিয়েছেন।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চিকেন বিরিয়ানি ১৭০ টাকা, চিকেন ফ্রাই ৮০ টাকা, দুধ চা ২০ টাকা, রং চা ১৫ টাকা, কফি ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
১৫টি বগিতে ৭৮০ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাত্রীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে চারটি বগি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে প্রথম বাণিজ্যিক ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ছাড়ার পর ঢাকায় রাত ৯টা ৫ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও তা ২৫ মিনিট দেরি করেছে। একইভাবে রাত সাড়ে ১০ টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৩টা ৪০ মিনিটে। ভোর ৪ টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।
ট্রেনে একটি এসি এবং একটি নন-এসি বগি মিলে মোট ১১৫টি আসন থাকবে চট্টগ্রামের যাত্রীদের জন্য। এ দুই বগির মধ্যে এসি বগিতে আসন থাকবে ৫৫টি এবং নন-এসিতে ৬০টি।
Discussion about this post