চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২১
চট্টগ্রাম হালিশহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে সেনাবাহিনীর ১০টি ইউনিট/সংস্থা /প্রতিষ্ঠানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান এবং “মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্ট আর্টিলারীকে নতুন পতাকা প্রদান উপলক্ষে আর্টিলারি স্কুল প্যারেড গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি টেলি কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো জাতীয় প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সরকারপ্রধান বলেন, ‘অপারেশন কভিড শিল্ড’ এর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা করোনা প্রতিরোধকল্পে অগ্রণী ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন বৈদেশিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান ও মর্যাদা, যা বহিঃর্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে।
এতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনীর ৩ টি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও একটি এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, দুটি রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, দুটি সিগনাল ব্যাটালিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ, এনসিও একাডেমিকে জাতীয় পতাকা এবং মুজিব রেজিমেন্ট আর্টিলারি ও রওশন আরা রেজিমেন্ট আর্টিলারিকে নতুন পতাকা প্রদান করা হয়।
চট্টগ্রাম প্রান্তে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে মাননীয় প্রধানমন্ত্রী অনেককিছু করেছেন। সেনাবাহিনী ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যে সক্ষমতা অর্জন করেছে সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post