চট্টগ্রাম, ২১ ডিসেম্বর, ২০২৩:
বিজিএমইএ ফোরাম চট্টগ্রামের নতুন উদ্যোক্তাদের বরণ, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (২১ ডিসেম্বর) আগ্রাবাদের দি গ্রিন শেডো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সম্প্রতি লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি এর লায়ন্স গভর্নর নির্বাচিত হওয়ায় বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
ফোরাম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের সভাপতিত্বে ও ফোরাম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট খন্দকার বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম এবং ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ।
উপস্থিত ছিলেন লায়ন কহিনুর কামাল, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী, আরশাদুর রহমান, রিয়াজ ওয়াইজ, ওদুদ মোহাম্মদ চৌধুরী, বশির উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পোশাকশিল্পের সমসাময়িক বিষয় ও বাস্তবতা নিয়ে নিয়ে বক্তব্য রাখেন প্যানেল লিডার ফয়সাল সামাদ। একইসঙ্গে তিনি নবীন সদস্যদের যে কোন বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি