চট্টগ্রাম, ১৩ জানুয়ারি, ২০২৪:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং ইউনিফ্রেন্ডস লি. এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিজেকেএস সিডিএফএ ইউনিফ্রেন্ডস লি. ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা। রানার্স আপ হয়েছে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব। চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে ১ম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করবে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী, এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আকতারুজ্জামান, রাশেদুর রহমান মিলন, নাসির মিঞা, সৈয়দ মোহাম্মদ তানসীর, মো. মুজিবুর রহমান, এনামুল হক, মো. আলমগীর পারভেজ, মিসেস রেজিয়া বেগম ছবি, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরণ, কাজী জসিম উদ্দিন, মো. ইসহাক, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সাইফুল্লাহ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, সিরাজুল আলম, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, আবু সরওয়ার চৌধুরী, হারুন রশিদ, সরওয়ার আলম চৌধুরী মনি, এম এ মুছা, আশরাফুজ্জামান, আবু জাহেদ, মো. জাহেদ হোসেন, তুলু উশ শামস, এস এম ইকবাল মোরশেদ, আলী হাসান রাজু ও খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
আজকের খেলায় মাদারবাড়ি শোভনীয়া ক্লাব ২-০ গোলে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের খেলোয়াড় ইফতেখার রহমান। তাকে ম্যান অব দা ম্যাচের পুরস্কার প্রদান করেন সিজেকেএস সহ সভাপতি সৈয়দ আবুল বশর। বিজ্ঞপ্তি
Discussion about this post