চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৪:
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ও ইস্পাহানী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম ও পাহাড়তলী টেক্সাইলের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া যৌথভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসলে দেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বেগবান হবে। এতে পাহাড়তলী টেক্সটাইলের সিইও সিবিইউএফটির একাডেমিক কার্যক্রমের প্রশংসা করে টেক্সটাইল শিল্পের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়নসহ সংশ্লিষ্ট যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ^াস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিইউএফটির ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, ডিন ও ফ্যাকাল্টিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সমঝোতার ফলে সিবিইউএফটির শিক্ষার্থীরা পাহাড়তলী টেক্সটাইলে ইন্টার্নশিপ সুবিধাসহ ফ্যাক্টরি ভিজিটের মাধ্যমে যুগোপযোগি মেশিনারি প্রযুক্তিজ্ঞান অর্জন করতে পারবে। বিজ্ঞপ্তি
ক্যাপশন: সিবিইউএফটি এবং পাহাড়তলী টেক্সটাইলের মধ্যে সমঝোতা স্মারক সই করছেন ড. ওবায়দুল করিম ও ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম