চট্টগ্রাম, ২৬ অক্টোবর, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে প্রতিবেশি নাতির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি ধর্ষক মো.শওকতকে গ্রেপ্তার করেছে।
২৫ অক্টোবর উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়ায় ঘরে ঢুকে বৃদ্ধার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন নাতি শওকত।
এ ঘটনায় ওই বৃদ্ধা বাদি হয়ে অভিযুক্ত শওকতকে একমাত্র আসামি করে শনিবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক শওকত প্রতিবেশী বৃদ্ধার নাতি। শওকত দাদির ঘরে প্রায় সময় আসা-যাওয়া করত। ঘটনার দিন শনিবার সকাল সোয়া ১১টার দিকে দাদি ঘরে পান্তা ভাত খাচ্ছিলেন। এ সময় শওকত দাদি বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে। দাদি শওকতকে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে (শওকত) দাদির মুখ চেপে ধরে খাটের ওপর জোরপূর্বক ধর্ষণ করে। পরে দাদি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আটক করে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে (শওকত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার মধ্য রাতে ধর্ষণের শিকার বৃদ্ধা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে ।







