চট্টগ্রাম, ০১ নভেম্বর, ২০২৫:
ঘুনে ধরা সমাজ সংস্কারে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, কুসংস্কারে নিমজ্জিত সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও নানা অনাচার দূর করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে এসব অসঙ্গতি নির্মূল করতে চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। এ সংগঠন গরিব-দুঃখীদের সহায়তা, মাদকমুক্ত সমাজ গঠন, গৃহহীনকে গৃহ নির্মাণ ও জটিল রোগীদের রক্তদান করে ইতোমধ্যে এলাকায় সুনাম কুড়িয়েছে।
তিনি ৩১অক্টোবর বিকালে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে কক্সবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, সমাজকল্যাণ হলো পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা। ফলে সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্বল, প্রতিবন্ধী, শিশু ও বৃদ্ধদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে। যেখানে সুষম ও সুস্থ সমাজ গঠনে প্রতিটি নাগরিক মৌলিক সুযোগ-সুবিধা লাভের মাধ্যমে উন্নত জীবন যাপন করতে পারবে।
চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশননের সভাপতি মুহাম্মদ জুনাইদুল হকের সভাপতিত্বে ও মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান, সাব্বির আহমেদ সওদাগর, গিয়াস উদ্দিন তালুকদার, মুহামদ হাসান তালুকদার ও মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি








