চট্টগ্রাম, ৩ মার্চ ২০২২:
টারবাইন প্রযুক্তিকে আরো উন্নত করে একটি টারবাইনে পানি বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম আমিন টেক্সটাইলসের উপ মহা ব্যবস্থাপক মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি দুই বছর গবেষণা কর্মে যুক্ত থেকে যে নতুন টারবাইন উদ্ভাবন করেছেন। তা দিয়ে কেবল একটি কেন্দ্রেই কেবল ২৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। মূলত এই প্রযুক্তির মাধ্যমে পানিকে পুনরায় ব্যবহার করা যাবে। যেখানে কোনো পানি অপচয় হবে না।
কিভাবে কাজ করবে বিল্লাল হোসেনের নতুন টারবাইন:ইম্পালস টারবাইন মডেল ব্যবহার করলে অনেকগুলো টারবাইন ব্যবহার না করে একটি টারবাইন বহু টারবাইনের সম পরিমাণ কাজ করবে। এতে উৎপাদন একশ গুণ বাড়ানো সম্ভব। এতে শুষ্ক মৌসুমে যে পরিমাণ পানি থাকে তাতেও এই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই টারবাইন কাজ করার জন্য একটি বিশেষ সূত্র মেনে কাজ করে। যেটি বিল্লাল হোসেন একটি পানির পাত্রে যন্ত্রপাতি স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের কৌশলটি প্রদর্শন করেন। তার এই কার্যপ্রণালীর মাধ্যমে কাপ্তাই জলবিদ্যুৎ থেকে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নতুন এই জলবিদ্যুৎ প্রক্রিয়াটি তিনি সরকারি কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেন।
চট্টগ্রাম আমিন টেক্সটাইলস লিমিটেডের কারিগরি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বিল্লাল হোসেন তার গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে বলেন, এখানে পানির স্রোত ব্যবহার করা হয়। প্রতি কণা পানি ব্যবহার করা হয়। বর্তমান পদ্ধতির বিদ্যুৎ উৎপাদনে পানির স্থিতিশক্তির (পোটেনশিয়াল এনার্জি) বেশিরভাগই অপচয় হয়। বিল্লাল মডেলে পানির আনুভূমিক স্রোতশক্তিকে নতুন এই টারবাইনের মাধ্যমে সুকৌশলে কাজে লাগানো হয়। এতে উৎপাদিত বিদ্যুৎ সারাদেশের চাহিদা মেটাতে পারবে বলে জানান উদ্ভাবক বিল্লাল হোসেন। সূত্র: সংবাদমাধ্যম, ছবি: কাপ্তাই জলবিদ্যুৎ(সংগ্রহ করা)