চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২২:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতার বাস্তবায়নাধীন আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের রেকর্ড কিপিং এন্ড এমআইএস রিপোর্টিং সিস্টেম প্রশিক্ষণ রবিবার, ৩ এপ্রিল নগরীর হালিশহরের মমতা অডিটোরিয়ামে সম্পন্ন হয়।
প্রশিক্ষণ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এর আগে প্রকল্পের নবনিযুক্ত কর্মকর্তা-কর্মীবৃন্দ অংশগ্রহণে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এই প্রশিক্ষনের উদ্বোধন করেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল করিম। প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন পিএসটিসি’র কর্মকর্তা মো. আল-আমিন, প্রবীর কুমার দাশ প্রমুখ।
প্রশিক্ষণ সমাপনী সেশনের এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের রেকর্ড কিপিং ও রিপোর্টিং বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের ফলে বিদ্যমানের কর্মদক্ষতার উন্নয়ন ঘটে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই প্রশিক্ষণটি প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কাজে গতিশীলতা আনতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট বাস্তবায়নে মমতা অতীতের সুনাম অক্ষুণœ রাখতে সর্বদা সচেষ্ট। এই প্রশিক্ষণের মাধ্যমে সেই লক্ষ্যে বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি
Discussion about this post