চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২২:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২২, আজ ২৪ এপ্রিল নগরীর মহিলা কমপ্লেক্স মাঠে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লি. এর পক্ষে সহকারী ভাইস প্রেসিডেন্ট (হেড অব ব্রাঞ্চ, প্রবর্তক) মো. আসিফ সোবহান।
সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম, নাসির মিঞা, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চট্টগ্রামের স্কুলসমূহ বিশেষ করে সরকারি স্কুলসমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ খেলাধুলায় অংশগ্রহণের অনীহা প্রকাশ করে। যা খুবই দুঃখজনক। চট্টগ্রামের স্কুলসমূহের ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে সে দিকে স্কুলসমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ নজর দিবেন, এই প্রত্যাশা করেন তিনি।
খেলার ফলাফল: উদ্বোধনী খেলায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে মোহাম্মদপুর পাকলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে প্রতিযোগিতায় শুভ সূচনা করে। বিজ্ঞপ্তি
Discussion about this post