চট্টগ্রাম, ২২ মে, ২০২২:
দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের কাছে আত্ম সমর্পণের পর তার আইনজীবী আপিলের শর্তে বা যে কোনো শর্তে জামিন হাজী সেলিমের আবেদন করলে বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় হাজী সেলিমের আইনজীবী প্রাণ নাথের জামিনের আবেদনের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
তবে হাজী সেলিমের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারক কারা বিধি অনুযায়ী কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সংসদ সদস্য হাজী সেলিমের আগমন উপলক্ষে ঢাকার এজলাস কক্ষের বাইরে ও আদালতের প্রবেশ মুখে নেতা কর্মিদের ভিড় এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়।
গত ৯ মার্চ হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। রায়ে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্ম সমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত।
অবশ্য এর মধ্যে একদিন হাজী সেলিম দণ্ড মাথায় নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর আসার কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে আসেন তিনি।
Discussion about this post