চট্টগ্রাম, ০৮ জুন, ২০২২:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অ-১৭) উপলক্ষে বালক-বালিকা চট্টগ্রাম মহানগর দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অ-১৭)-২০২২ (বালক-বালিকা) এর মহানগর পর্যায়ের খেলা আগামী ১৬ জুন চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এ টুর্ণামেন্টে চট্টগ্রাম মহানগরের ৬টি বালক দল ও ৬টি বালিকা দল (পাঁচলাইশ থানা, পাহাড়তলী থানা, বন্দর থানা, চান্দগাঁও থানা, কোতোয়ালী থানা, ডবলমুরিং) অংশগ্রহণ করবে। মহানগর বালক ও বালিকা দল গঠনের জন্য আজ বুধবার, চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই শুরু হয়েছে। বাছাই কার্যক্রম আগামী ৯-১০ জুন বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত চলবে। চট্টগ্রাম মহানগরে বসবাসরত খেলোয়াড় যাদের জন্ম ০৯/০৫/২০০৫ খ্রি. এর পরে শুধুমাত্র তারাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। বাছাই কার্যক্রমে ৯-১০ জুন বেলা ২ টায়র মধ্যে এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস কাউন্সিলর ও ফুটবল কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আকতারুজ্জামান (মোবাইল নাম্বার- ০১৭৩১৭৯৯৯৭৫/০১৮২৫১৪৪৯১৯) এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। খেলোয়াড়দের খেলার সরঞ্জাম, পিএসসি ও জেএসসি পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্্েরশন কার্ড এবং ১ কপি ফটোকপি সাথে আনতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি
Discussion about this post