চট্টগ্রাম, ১৮ জুন, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস খো-খো লীগ ২০২১-২২ আজ ১৮ জুন বিকাল ৪ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
অনিুষ্ঠানে প্রধান অতিথি থেকে উক্ত লীগের উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
সিজেকেএস নির্বাহী সদস্য ও খো খো কমিটির ভাইস চেয়ারম্যান আ.ন.ম. ওয়াহিদ দুলালের সভাপতিত্বে এবং কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এড. শাহিন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ, মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ সহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।