চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২২:
আসন্ন সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল ফুটবল লীগ-২০২২ এ অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়নের প্রশিক্ষণ সিজেকেএস স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়নের নব গঠিত ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ। সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, কোচ মোহাম্মদ আবু সরোয়ার চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর আব্দুর রশিদ লোকমান, ফুটবল কমিটির সম্পাদক আবুল বশর, ফুটবল কমিটির সহ চেয়ারম্যান আশফাকুর রহমান, মো. টিপু সুলতান, লায়ন সৈয়দ নাফিজ উদ্দীন, শহীদুল মোস্তফা চৌধুরী মিজান, জুবায়ের খান, যুগ্ম সম্পাদক প্রকৌ. এস এম ইশতিয়াক উর রহমান, শান শাহেদ, গোলাম সরোয়ার চৌধুরী, রাজু আহাম্মেদ, মুহাম্মদ জাবেদুর রহিম (টুন্টু), মোহাম্মদ সেলিম, শফিউল হোসাইন চৌধুরী, আয়াজ ইসলাম চৌধুরী, সদস্য প্রমিত দাশ, আনাস মাহমুদ সেমস, আরাফাত উল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি