চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২২:
সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২২ আসরে অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম টিমের অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ (৪ সেপ্টেম্বর) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুশীলন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ সভাপতি এহসানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক মো মশিউর রহমান চৌধুরী, সদস্য আবুল হাসেম।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন ক্লাবের নবগঠিত ফুটবল কমিটির সোমেন কুমার দত্ত রনি, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিল সাজ্জাদুর রহমান শুভ ও ম্যানেজার ইরফান কাদরী। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সাধন চন্দ্র বিশ্বাস, স্টেডিয়াম প্রতিনিধি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য, মো দিদারুল আলম, চসিক সাবেক কাউন্সিলর মো জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ মশিউর রহমান, জয়নাল আবেদীন, ফুটবল কমিটির ডাঃ সজিব তালুকদার, মো নাজিম উদ্দীন, রিতাপ উদ্দিন বাবু, গোলাম কাদের হেলাল, মো হোসাইনুজ্জামান রিপন, আলতাফ হোসেন, তারেক হায়দার, রফিকুল ইসলাম হাজ্জাজ, কায়ুম শাহ, জুনায়েদ চৌধুরী, একরামুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post