চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ সোমবার, ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে শতদলকে পরাজিত করে লীগের সূচনা করে।
সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের এডভাইজার, লজিস্টিক এন্ড সিকিউরিটি- কর্নেল মো. শওকত উসমান(অব.), হেড অব ফ্যাসিলিটি এন্ড এস্টেইট শাহেদুল আলম মাসুদ এবং স্পন্সর প্রতিষ্ঠানের মিডিয়া ম্যানেজার ফেরদৌস আরা। সিডিএফএ এর সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরন, কাজী মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, আকতারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মো. ইব্রাহীম, প্রবীন কুমার ঘোষ, সুলতান মাহমুদ খান শাহীন, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, মো. এনামুল হক, তিমির বরণ চৌধুরী, শওকত হোসেন, আব্দুর রশিদ লোকমান, সরওয়ার আলম মনি, এস.এম. ইকবাল মোর্শেদ, সাইফুল আলম খান, রাশেদুর রহমান মিলন, এম.এ মুছা বাবলু, সুমন দে, আবু জাহেদ, মো. জাহেদ হোসেন, সিডিএফএ কাউন্সিলর আশরাফুজ্জামান, সালাউদ্দিন জাহেদসহ লীগে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় রহিম উদ্দিন (জার্সি নং-১৮)। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post