৫ সেপ্টেম্বর, ২০২২:
এক অদ্ভুত প্রক্রিয়ায় ভোটাভুটির পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ৫ সেপ্টেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানায় লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রতিশ্রুত ট্যাক্স কাটছাঁট এবং ক্রমবর্ধমান জ্বালানি শক্তি এবং জীবনযাত্রার ব্যয়ের সংকট মোকাবেলায় পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। লিজ ট্রাস রক্ষণশীল পার্টির সদস্যদের ভোটে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাককে পরাজিত করেছেন। সুনাক পেয়েছেন ৬০৩৯৯ ভোট। আর লিজ ট্রাস ৮১৩২৬ ভোটে জয়ী হয়েছেন।অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করা লিজ ট্রাস বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ভোটারের ৮২ দশমিক ৬ শতাংশ।
রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আজ মঙ্গলবার লিজ ট্রাসের দেখা করার কথা রয়েছে। এরপরই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ৪৭ বছরের এই রাজনীতিক।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন গত ৭ জুলাই পদত্যাগের ঘোষণা দিলে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ পর্যন্ত টিকে ছিলেন লিজ ট্রাস এবং ঋষি সুনাক। তবে লিজ ট্রাসই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পার্টির নতুন নেতাও তিনি।
বামপন্থি পরিবারে জন্ম নেওয়া ট্রাস প্রথমে লিবারেল ডেমোক্র্যাট ছিলেন। তবে ২০১০ সালে তিনি কনজারভেটিভ পার্টি থেকে এমপি নির্বাচিত হন। ট্রাস ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন।
৪৭ বছর বয়সী ট্রাস দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জানান, এক সপ্তাহের মধ্যে তিনি ক্রমবর্ধমান জ্বালানি বিল মোকাবেলা করতে এবং ভবিষ্যতের জ্বালানি সরবরাহ সুরক্ষিত করার পরিকল্পনা নিয়ে আসবেন।
Discussion about this post