চট্টগ্রাম, ২২ মে ২০২৫:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যের আলোকে ভূমি মন্ত্রণালায়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় আগামী ২৫ মে থেকে তিন দিনের ভূমি মেলা চট্টগ্রাম নগরের সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে। আজ ২২ মে বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ভূমি বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, চট্টগ্রাম আয়োজিত ভূমি মেলা ২০২৫ এর প্রেস কনফারেন্সে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বক্তব্য রাখেন।
ভূমি মেলার সেবা:
* ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম।
* ই নামজারির আবেদন গ্রহণ।
* নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান।
* অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ।
*অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ।
* জরিপ কার্যক্রম বিষয়ক সেবা।
* ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর।
*সেবা গ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান।
প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, আয়োজন করা হবে সচেতনতা সভা। যেখানে অন্যান্যদের সাথে ভূমি সেবা গ্রহীতাগণ উপস্থিত থাকবেন।
মেলায় ১০টি জেলা, ১০০টি উপজেলা সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের অংশগ্রহণ থাকবে।
মেলার ১২টি স্টলের মধ্যে ৬টি স্টলে মহানগরের, ৬টি সার্কেলের যাবতীয় ভূমি সেবা প্রদান করা হবে। ২টি স্টলে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুমের সেবা, ২টি স্টলে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং অপর ২টি স্টলের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তের ভূমি বিষয়ক সেবা দেওয়া হবে।
২৫ মে সকাল ১০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ উপস্থিত ছিলেন।
Discussion about this post