চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২২:
নভেম্বর জুড়ে সারাদেশে চলছে কর সেবা মাস। কাল করসেবা মাসের সর্বশেষ দিন। চট্টগ্রামের আগ্রাবাদেও বিভিন্ন কর অঞ্চলগুলোতে চলছে কর সেবা মাসের আয়কর রিটার্ন জমাদানকারীদের সেবা। মেলা না হলেও কর সেবার আয়োজন ঠিক কল মেলার মতই। এ বছরও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থাকায় করমেলা না করে কর সেবা মাসের আয়োজন করে আয়কর বিভাগ।
এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছিলেন, কভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে এবারো আয়কর মেলা হচ্ছে না। তবে দেশের সকল করাঞ্চলে আগামী নভেম্বর মাসজুড়ে করমেলার পরিবেশে সব ধরনের করসেবা দেয়া হবে।
আজ সকালে চট্টগ্রাম কর অঞ্চল ২ ও ৩-এ গিয়ে দেখা যায় করদাতা ও রিটার্ন জমাদানকারীদের ভিড়। সেখানে চলছে ইটিআইএন ও আয়কর রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম। এভাবে সারাদেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে আয়কর তথ্যসেবা দেওয়া হচ্ছে। সেবা মাস উপলক্ষে এখানে করদাতারা ই-টিআইএন নিবন্ধন, রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর সম্পর্কিত পরামর্শ ও তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিচ্ছেন করদাতারা। সংশ্লিষ্ট সব সেবা বিভিন্ন সার্কেলের এসব সেবাকেন্দ্রে পাওয়া যাচ্ছে।পুরো নভেম্বর মাসজুড়ে চট্টগ্রামের ৪টি কর অঞ্চল অফিসে চলছে আয়কর তথ্য-সেবা মাস।
আর এ ব্যাপারে সহয়তা দিয়ে যাচ্ছেন কর বিভাগের তথ্য সেবা ডেস্কগুলো। রিটার্ন জমাদানকারীরা প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। একই সাথে রিটার্ন ফরম পূরণ করে জমা দিচ্ছেন।
চট্টগ্রাম কর অঞ্চল- ২ -এ রিটার্ন জমা দিতে আসা আবদুল আওয়াল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, এভাবে রিটার্ন জমা দিতে পারলে বেশ ভালো। কোনো ঝামেলা বা হয়রানি নেই বললেই চলে।
তবে কর অঞ্চলের বাইরে সরকারি চাকরিজীবীরা যাতে তাদের সময় বাঁচাতে পারেন সেজন্য ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সচিবালয়ের বুথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদাভাবে করসেবা দেওয়া হয়। সেবা পাবেন। রাজধানীর অফিসার্স ক্লাবেও তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসে ৯ থেকে ১০ নভেম্বর দু’দিন রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়ার কথা ছিল।
এদিকে নভেম্বরের পর কর সেবা মাসের কার্যক্রম বাড়ানো হবে কিনা- এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি এখনো। কাল ৩০ নভেম্বর কর সেবা মাসের শেষদিন।
চট্টগ্রামের একজন কর কর্মকর্তা বলেন, সময় যদি বাড়ানো হয় সেক্ষেত্রে শেষদিনে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেই সম্ভাবনা নেই বলে তিনি জানান।
Discussion about this post