চট্টগ্রাম, ৩ নভেম্বর, ২০২২:
নানা অঘটন ও আপসেটে ভরা কাতার বিশ্বকাপ ২০২২। এরকম একটি আপসেটের নাম হলো জার্মানি বনাম জাপান ম্যাচ। ২৩ নভেম্বর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গড়ায় ম্যাচটি। ম্যাচের শুরুতে জার্মানিই সবার ফেভারিট ছিল। ম্যাচের প্যাটার্ন, আক্রমণ সব দেখে সবাই ধরেই নিয়েছিল বিজয়ের গান জার্মানিই গাইবে। ৩৩ মিনিটের মাথায় যখন জার্মান মিড ফিল্ডার ইল্কায় গুন্দোগান পেনাল্টি শুটে গোল করে ব্যাপারটি আরো ভালোভাবে নিশ্চিত হয়। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্যে জাপানি খেলোয়াড়রা দুই দুটি গোল করে। প্রথম গোলটি করে ৭৫ মিনিটের মাথায় রিতসু দোয়ান, তখনও ভরসা ছিল জার্মান দল ঘুরে দাঁড়াবে। এভাবে ঘুরে দাঁড়ানোর নজির আছে। কিন্তু ৮৩ মিনিটের মাথায় জাপানের তাকুমা আসানোর করা দ্বিতীয় গোলটি যেন সেই স্বপ্নটাও পানি করে দিল।তখন ম্যাচ ড্র করায় তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। গোল সমান করার নানা চেষ্টা করেও জাপানের জালে বল জড়াতে পারেনি হতভম্ব জার্মান বাহিনী। কেউ কখনো ভাবতে পারেনি জাপানের মত আন্ডাররেটেড দল জার্মানকে ২-১ গোলে হারাবে। আজ জাপান বিশ্বকাপ গ্রুপ পর্বে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হয়ে নক আউট পর্বে খেলার প্রস্তুতি নিচ্ছে। আর অন্যদিকে জার্মান দল গ্রুপ পর্বে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এটিই হয়তো জার্মান ইতিহাসের সবচেয়ে বড় অঘটন।
Discussion about this post