খাগড়াছড়ির গুইমারাতে কাঁঠাল গাছের সাথে ফাঁস দিয়ে জুমেল ত্রিপুরা (২১)নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি রাবার বাগান এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুমেল ত্রিপুরা ওই এলাকার রোহিদাস ত্রিপুরার একমাত্র ছেলে। এ ঘটনায় গুইমারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও এক সন্তানের জনক জুমেল ত্রিপুরা ঘটনার দুইদিন আগে স্ত্রী সন্তানকে নিয়ে পিতার বাড়িতে বেড়াতে গেছে। তবে পিতা রোহি দাসের দাবি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছেন জুমেল ত্রিপুরা। অভাবের কারণে ভালোভাবে চিকিৎসা করাতে পারেননি। কবিরাজি চিকিৎসা করেছেন। রাতে ছেলেকে ঘরে না পেয়ে স্ত্রীসহ খুঁজতে বের হন রোহিদাস। অন্ধকারে লাইটের আলোতে কাঁঠাল গাছের নিচে পায়ের জুতা দেখতে পেয়ে গাছে লাইট মারলে দেখেন জুমেল গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে আছেন। পরে তাকে গাছ থেকে নামিয়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
Discussion about this post