চট্টগ্রাম, ৭ ডিসেম্বর, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ৩য় বিভাগ ফুটবল লীগ গতকাল ৬ ডিসেম্বর বিকাল ৩ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায়
বাকলিয়া একাদশ (জুনিয়র) ১-০ গোলে সেবানিকেতনকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লীগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদুর পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সহ-সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস ফুটবল সম্পাদক ও সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাশেম, নাসির মিঞা, দিদারুল আলম, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর আক্তারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, আব্দুর রশিদ লোকমান প্রমুখ। বিজ্ঞপ্তি