চট্টগ্রাম, ২১ মার্চ, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরদিপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ অনুযায়ী চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে গত ৭ মার্চ শুরু হওয়া ফুটবল প্রশিক্ষণ (অর্নুধ্ব-১৫) এর সমাপনি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামের কনভনেশন হলে এ সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মোঃ আমনিুল ইসলাম, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য মোঃ নাছির মিঞা, সিডিএফ যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দনি জাহেদ, সিডিএফ নির্বাহী সদস্য ও সিজেকেএস কাউন্সলির কাজী জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সলির লুতফুল করিম সোহেল, ক্রীড়া সংগঠক নেয়মত উল্লাহ্, প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনাকারী ফুটবল কোচ মোঃ একরাম, ফুটবল কোচ নুরুল আজিম সুমন, ফুটবল কোচ মোঃ ফরিদ, ক্রীড়া সংগঠক দোস্ত মোহাম্মদ, ক্রীড়া সংগঠক মোঃ সোহেল, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন লিটন ও অভভিাবকবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post