চট্টগ্রাম, ২০ জুন, ২০২৩:
আটলান্টিক মহাসাগরের মধ্য আটলান্টিকের তিন হাজার ৮০০ মিটার বা সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে একটি পর্যটকবাহী সাবমেরিন। সাবমেরিনটিতে পাঁচজন পর্যটক ছিলেন। গত রবিবার সাগরে ডুব দেয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরে সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড । এটি উদ্ধারে অভিযান চললেও এখনো এটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সাবমেরিনটি খুঁজে পাওয়া না গেলে এটির ভেতরে যারা আছেন তারা কেউ নিজেরা বের হতে পারবেন না। এটি ভেতর থেকে খোলার কোনো ব্যবস্থা নেই। এটি বাইর থেকে খোলা যায়। যাত্রীদের বেশ কয়েকটি ভল্টের মাধ্যমে বাইরে থেকে আবদ্ধ করা হয়েছে এবং এগুলো বাইরে থেকেই খুলতে হবে। যে কারণে সাবমেরিনটি খুঁজে পাওয়া না গেলে সাবমেরিনের ভেতরে পর্যটকদেরও জীবিত বা মৃত উদ্ধর করা যাবে না। অন্যদিকে সাবমেরিনটিতে ৪ দিন সময়ের অক্সিজেন রয়েছে। সুতরাং চারদিন পেরিয়ে গেলে অভিযানকারীদের জীবিত পাওয়ার সম্ভাবনাও কম। যে কারণে উদ্ধারকারীরা এখন যত তাড়াতাড়ি সম্ভব ডুবোজাহাজটি খুঁজে পেতে চেষ্টা করছেন।
ট্যুরের আয়োজনকারী প্রতিষ্ঠান হচ্ছে ওশেনগেট। তাদের হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির নাম টাইটান সাবমার্সিবল। এটি উদ্ধারে সরকারি সংস্থা, যুক্তরাষ্ট্র এবং কানাডার নৌবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। ৩ ঘণ্টা আগে বিবিসি যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগের বরাত দিয়ে জানিয়েছে, পর্যটকদের জীবিত খুঁজে বের করতে মাত্র ২৬ ঘণ্টা সময় আছে। ওশেনগেট জানায়, সামনের বছর এ ধরনের আরও দুটি অভিযান হওয়ার কথা রয়েছে। ডুবোজাহাজের এ ধরনের অভিযানে এক জন চালকের সাথে ৩ জন যাত্রী ও একজন গাইড থাকেন।
Discussion about this post