চট্টগ্রাম, ২ জুলাই, ২০২৩:
কাঁচামরিচের অভাবনীয় দাম বাড়ায় সারাদেশে তোলপাড় চলছে। কোথাও কোথাও কেজি ৭০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে এমন খবরও শোনা গেছে। চট্টগ্রামেও প্রায় ৫০০ টাকা দামে প্রতি কেজি বিক্রি হচ্ছে। ৫০ ও ১০০ গ্রাম করে কিনছে ক্রেতারা। যদিও ঈদেও ছুটি শেষে আজ রবিবারে ৫৫ টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। তবু কাঁচা মরিচের দামে নাগাল টানা যাচ্ছে না।
বাজার ঘুরে দেখা গেছে, নগরীতে সর্বনি¤œ ৫০ গ্রাম অথবা ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
তবে কেউ এক কেজি কাঁচামরিচ কিনলে ২০ টাকা ছাড় দিচ্ছে ব্যবসায়ীরা। তবে এক কেজি কাঁচামরিচ কেনার ক্রেতা নেই।
দুই সপ্তাহের ব্যবধানে মরিচের দাম তিন গুণ ছাড়িয়েছে। বছর ব্যবধানে দাম বেড়েছে ছয় গুণ। যার কারণ হিসেবে কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, টানা দুই মাস তাপদাহ, এরপর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উৎপাদন ব্যহত হওয়ায় পণ্যটির দাম বেড়ে গেছে।
আশার কথা হচ্ছে আজ রবিবার ভারত থেকে দেশের স্থলবন্দর দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। রাতে আরও আসবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বিক্রেতারা বলছেন, তারা কয়েক কেজি কাঁচামরিচ আড়ত থেকে কিনে নিয়ে আসেন। প্রতি কেজি ৪৪০ টাকা দরে। যে কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। কেউ কেউ পাঁচশ টাকা কেজি দরে পাইকারি বাজার থেকে কাঁচামরিচ খুচরো বিক্রির জন্য কিনে আনেন বলে জানান।
এই পরিস্থিতিতে ঈদের আগে কৃষি মন্ত্রণালয় কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। রোববার কৃষি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোট ৯৩ টন কাঁচা মরিচ দেশে এসেছে ভারত থেকে। আমদানির অনুমতি দেওয়া হয়েছে ৩৬ হাজার ৮৩০ টন।
তবে আজ রবিবার থেকে পুরোদমে আমদানি শুরু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
Discussion about this post