চট্টগ্রাম,২২ আগস্ট, ২০২৩;
ব্যাডমিন্টন এশিয়ার ব্যবস্থাপনায় নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার ৫টি দেশ- বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার অংশগ্রহণে সাউথ এশিয়া রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (অনুর্ধ্ব-১৭) ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলমের কনিষ্ঠ পুত্র এবং দেশের বর্ষসেরা উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় এস.এস.এম সিফাত উল্লাহ গালিব ৩-২ সেটে শ্রীলংকান শাটলার থিদাসা ওয়েরাগোদাকে হারিয়ে একক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপর দিকে ডাবলস ইভেন্টের ফাইনালে নেপালের শাটলার কবির কে.সি ও অভয় মাহেরা জুটিকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের গালিব ও রাজন জুটি। উল্লেখ্য যে, সে ইতোপূর্বে ভারতের আসামে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টন (অনুর্ধ্ব-১৫ ও ১৭) প্রতিযোগিতা ২০২২ এ ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। স্বাধীনতার পর বাংলাদেশের হয়ে দক্ষিণ এশিয়ার ব্যাডমিন্টনে এই ইভেন্টে এটিই ব্যক্তিগত ও দলগত সেরা অর্জন।