চট্টগ্রাম, ০৩ সেপ্টেম্বর, ২০২৩:
বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫ম জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ গতকাল ২ সেপ্টেম্বর সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের উদ্বোধন করেন। সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এবং এনএইচটি হোল্ডিংস লি এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানসির তৈমুর মোর্শেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কো-স্পন্সর সিজেকেএস নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বুলেট কমিউনিকেশন এর ব্যবস্থাপনা পরিচালক আল মামুনুল করিম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুল করিম সোহেল, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, গোলাম মহিউদ্দীন হাসান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস সাবেক নির্বাহী কমিটি সদস্য ইঞ্জি. জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, মুজিবুর রহমান, সাইফুল আলম খান, আলী হাসান রাজু, সৈয়দ নূর নবী লিটন, মো. সোলাইমান, সিজেকেএস সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক এস এম গিয়াস উদ্দীন বাবর, সাইফুল্যা মুনির, সদস্য নিজাম উদ্দিন নিজু, আল হাসান মঞ্জুর, মোহাম্মদ গোলাম মাওলা, জিলহাজ উদ্দিন প্রমুখ।
১ম দিনে রেগু ইভেন্টের খেলায় সেমি ফাইনালে উন্নীত হয় চট্টগ্রাম, ঢাকা, সাতক্ষীরা, ফেনী।
১ম দিনে কোয়াড ইভেন্টের খেলায় সেমি ফাইনালে উন্নীত হয় চট্টগ্রাম, সাতক্ষীরা, নাটোর, সুনামগঞ্জ। বিজ্ঞপ্তি
Discussion about this post