চট্টগ্রাম, ১২ অক্টোবর, ২০২৩:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলার কারাতেদের নিয়ে সোতোকান স্টাইলের উচ্চতর কারাতে ক্যাম্প ও ব্ল্যাক বেল্ট ড্যান (ডিগ্রি) পরীক্ষা গত ১২ অক্টোবর দামপাড়া পুলিশ লাইন ইনডোর স্পোর্টস্ কমপ্লেক্সে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার ও ড্যান পরীক্ষার উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। সিজেকেএস কারাতে কমিটির সভাপতি শাহজাদা আলমের সভাপতিত্বে ও ওয়াল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ ও রেফারি ও কারাতে কোচ কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটি ও সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য সিটি কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাংগীর, সিজেকেএস কাউন্সিলর আব্দুর রশিদ লোকমান, নজরুল ইসলাম, মজিবুর রহমান, কারাতে কমিটির যুগ্ম সম্পাদক এস এম আরিফ চৌধুরী, কারাতে কমিটির সদস্য ইকবাল আহমেদ খান, আবুল বাশার রনি, বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও পরীক্ষক আলেকজা-ার বো ও মোহাম্মদ আফজাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ ও সিএমপি কারাতে দলের ইনচার্জ এএসআই লতা পারভীন। ড্যান পরীক্ষায় চট্টগ্রাম জেলা ও মহানগরীর ৮৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
Discussion about this post