চট্টগ্রাম, ১২ ডিসেম্বর, ২০২৩:
গত ২৯ শে নভেম্বর নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ৭ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত হয় এশিয়ান কারাতে ফেডারেশনের কোচেস এক্রিডিটেশন পরীক্ষা। উক্ত পরীক্ষায় কুমিতে কোচ ক্যটাগরীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটির যুগ্ম-সম্পাদক তুলু উশ শামস সাফল্যের সাথে কুমিতে কোচ লাইসেন্স প্রাপ্ত হন। উল্লেখ্য তুলু উশ শামস বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এবং বিকেএফ রেফারী কমিশনের চ্যায়ারম্যান হিসেবে দ্বায়িত্বরত আছেন। এছাড়া তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একজন সম্মানিত কাউন্সিলর। উল্লেখ্য, তিনি একইসাথে এশিয়ান কারাতে ফেডারেশনের কোচেস এক্রিডিটেশন এবং এশিয়ান কারাতে ফেডারেশনের এ ক্যাটাগরির জাজ লাইসেন্স প্রাপ্ত চট্টগ্রামের একমাত্র ব্যক্তি। বিজ্ঞপ্তি
Discussion about this post