চট্টগাম, ২০ সেম্বর, ২০২৩:
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সভা সম্পন্ন হয়েছে। গত ১৯ ডিসেম্বর রাতে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় ‘মিরসরাই ভবন’ এ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন সভাপতি শ্রী কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস. এম আবুল হোসেনের সঞ্চালনায় সভায় আগামী ২৫ জানুয়ারি বার্ষিক পুনর্মিলনী নিয়ে মিরসরাই ভবন বরাদ্দ ও এসোসিয়েশনের আগামী পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন, ভবন নির্মাণ কমিটির আহবায়ক ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী, পুনর্মিলনীর আহবায়ক কামরুল হাসান এফসিএ, উপদেষ্টা যথাক্রমে লায়ন এস জোহা চৌধুরী, মহিউদ্দিন শাহ আলম নিপু, এড. মুজিবুর রহমান ফারুখ, লায়ন তাহের আহমদ, মো. মাহফুজুল হক মনি, মো.আবদুল হাশিম চৌধুরী, এসোসিয়েশন কর্মকর্তা যথাক্রমে এস এম মহিউদ্দিন, মো. ইউনুছ ভূঁইয়া, ইসমাইল নিজামী সবুজ, তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হামিদুল হক, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, আরিফ মঈনুদ্দীন, ওমর ফারুক আজাদ, তাওসিফ ইমরাজ শিহান, সাবের আহমদ নিজামী, এস এম নিজাম উদ্দিন হারুন, মো.আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, এড. এমরান উদ্দিন স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post