চট্টগ্রাম, ১ মার্চ, ২০২২:
কলিযুগে হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থ হিসাবে খ্যাত সীতাকু-ের চন্দ্রনাথধামের সবচেয়ে প্রাচীন ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা লাখো তীর্থযাত্রীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
গতকাল সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় আরো বাড়তে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে শিব চতুর্দশী মেলায়। ভিড় আরও বেড়ে যায় বিকালে।
বিভিন্ন বয়সী হাজার হাজার পুণ্যার্থীর ভিড় দেখা যায়, চন্দ্রনাথ মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে। তারা একে একে সিঁড়ি বেয়ে ওপরে পাহাড়ে উঠছেন।
হাজার মানুষের ভিড় দেখা যায়, ব্যস কু-, পুণ্য পুকুর, রাম সীতা মন্দিরে। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত প্রায় পুণ্যার্থীরা প্রায় ১২০০ ফুট উঁচু সিঁড়ি বেয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মহাদেব শিবের মন্দির দর্শনে যাত্রা করে। তার আগে ব্যস কু-ে স্নান করেন ভক্তরা। মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার আগে এটাই নিয়ম। তারপর পাহাড় চূড়ায় পূজা ও শিব লিঙ্গে অর্ঘ্য দেন।
প্রতিবছর শিব চতুর্দশীতে এভাবেই চন্দ্রনাথধামে তীর্থ করতে আসেন হিন্দু ধর্মাবলম্বীরা। আসেন পুণ্য লাভের আশায় পূজা দিতে সপরিবারেও।
এরমধ্যে পূজা সহ অনেকের আবার মূল আকর্ষণ থাকে পাহাড় চূড়ার চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার। সেখানে উঠতে বেগ পেতে হয় ভক্তদের। তবে অনেকে পূণ্য ¯œান করেও চূড়ায় উঠে।
এভাবে ভক্তরা একে একে চন্দ্রনাথ মন্দির, শম্ভুনাথ মন্দির, বীরুপাক্ষ মন্দির, ভোলানাথ গিরি সেবাশ্রম, দোল চত্বর, শ্রীকৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন মঠ-মন্দির দর্শন করে পুণ্য অর্জনের তৃপ্তি নিয়ে ফিরে শিব চতুর্দশী মেলা থেকে। ঠিক পরের বছর আবার যাওয়ার ইচ্ছা নিয়ে। বুধবার ভোর গত রাত ১টা ৭ মিনিট ৪৭ সেকেন্ডে মূল পূজার তিথি শেষ হলেও হিন্দুধর্মালম্বীদের এ মেলা চলবে আরও একমাস। তার মধ্যে আগামী ১৭ থেকে ১৮ মার্চ দুইদিন দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপিত হবে এই চন্দ্রনাথধামে। পুরো একমাস ব্যাপি এই মেলায় হিন্দু ভক্তবৃন্দের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকেরা অংশগ্রহণ করবে। তবে এবারের মেলায় ব্যসকু-ে ও বিভিন্ন মঠ-মন্দিরে ¯œান-তর্পণ, শ্রাদ্ধ ও পি-দানের ব্যবস্থা থাকলেও করোনাকালীন সময় মাথায় রেখে মেলার মূল আকর্ষণ বিশ^ বৈদিক সম্মেলন, মহোৎসব ও আলোচনা রাখেনি ¯œাইন কমিটি।
নিয়ম মাফিক মূল মেলা আজ মঙ্গলবার দিবাগত রাতে শেষ হচ্ছে। তবে সাধারণভাবে মেলা এক মাস পর্যন্ত চলবে।
জানা গেছে, তীর্থযাত্রীদের সেবা ও হয়রানি থেকে রক্ষায় মেলা কমিটির কার্যালয় সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। অন্যদিকে মেলাকে ঘিরে তিন দিনব্যাপী বিশ্ববৈদিক ও ঋষি সম্মেলন না হলেও জগন্নাথ আশ্রম, মহাশ্মশানসহ বিভিন্ন মঠ, মন্দিরে চলছে নামযজ্ঞ, কীর্তন এবং শংকর মঠ ও মিশনে চলছে অখ- গীতাপাঠ।
চন্দ্রনাথধামে পুণ্যার্থীদের সুবিধার্ধে পানির ব্যবস্থা করা, টয়লেট ব্যবস্থা, ¯œান-তর্পণের ব্যবস্থা করেছে মেলা কমিটি।
পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে মেলা চললেও মেলায় আগত পুণ্যার্থী মহিলাদের গলার চেইন ও টাকা-পয়সা চুরি করার অপরাধে সন্দেহজনক ৩ মহিলা ও ২ পুরুষকে আটক করেছে সীতাকু- মডেল থানা পুলিশ।
এছাড়া মেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে শিব মন্দিরে উঠতে ও নামতে গিয়ে বিভিন্নভাবে ১০ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেন সীতাকু- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নুর উদ্দিন রাশেদ।
তিনি বলেন, শিব চতুর্দশী মেলাকে ঘিরে আমরা মন্দির সড়ক গজারিয়া দিঘীর পাড়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। মঙ্গলবার সকাল থেকে মাথা ঘুরানো, হাতে-পায়ে হালকা চোট ও কাশির কারণে ৬০০ জনের অধিক পুণ্যার্থীকে মেডিকেল সেবা দেওয়া হয়েছে। তিন জনের অবস্থা একটু গুরুতর হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং বাকি সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মেলা চলাকালীন সময়ে আমাদের সকল জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্দির সড়কের গজারিয়া দিঘীর পাড়ে পুণ্যার্থীদের বিভিন্ন সেবা প্রদানে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমসহ বেশ কিছু এনজিও কাজ করছে।
মেলাকে কেন্দ্র করে দূর-দূরান্তের যাত্রীদের উঠা-নামা করতে গিয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের কারণে ঢাকা-চট্টগ্রামের যাতায়াতকারী শিশু ও নারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। থেমে থেমে যানজট মহাসড়কের সীতাকু- পৌরসদর থেকে উত্তরে বড় দারোগারহাট ও দক্ষিণে বাবড়কু- পার হয়ে গেছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশের তেমন কোন তদারকি চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবদুল্ল্যাহ বলেন, এত লোকের ভিড়ে যানজট নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি কিভাবে মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়।
সীতাকু- মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আইন-শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হওয়ার অভিযোগে সন্দেহজনক ৩ জন মহিলা ও ২ জন পুরুষকে আমরা আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে আগে থেকে কোন রকম অভিযোগ আছে কিনা আমরা যাচাই-বাছাই করছি। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেলাকে ঘিরে পুরো মন্দির সড়ক হয়ে চন্দ্রনাথধাম ও ইকোপার্কের সকল উঠানামার পথ আমাদের মনিটরিংয়ে রয়েছে। অপরাধ করার চেষ্টা করলে আমরা তাৎক্ষণিক আসামি শনাক্ত করতে পারবো। ছবি সংগৃহীত
Discussion about this post