চট্টগ্রাম,২০ মার্চ, ২০২২:
মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেবাগ্রহীতার মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় পরিচালনাধীন উক্ত প্রকল্পের আওতায় ৯নং ওয়ার্ডস্ত আকবর শাহ (উত্তর পাহাড়তলী) পিএইচসিসি-১ এ ২৩৫ জন, ১০নং ওয়ার্ডস্ত (উত্তর কাট্টলী) পিএইচসিসি-২ এ ২০৩ জন, ১১ নং ওয়ার্ডস্ত (দক্ষিন কাট্টলী) পিএইচসিসি-৩ এ ২২০ জন, ১৩নং ওয়ার্ড পাহাড়তলীস্থ পিএইচসিসি-৪ এ ২৫৪ জন, ২৬ নং ওয়ার্ডস্থ হালিশহর পিএইচসিসি-৫ এ ১৭৩ জন এবং নগরীর ১১নং ওয়ার্ডস্থ দক্ষিন কাট্টলীর সিআরএইচসিসিতে ৯৬জন বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কেন্দ্রসমুহে চিকিৎসা সেবা প্রদান পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী দর্শনের কথা উল্লেখ করে তাঁর জীবনাদর্শ আমাদের জন্য বাঙালির পথ নির্দেশনা বলে অভিমত প্রকাশ করেন বক্তাগণ। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দৃশ্যমান স্থানের ড্রপডাউন ব্যানার তৈরি ও প্রদর্শন করা হয়। একইদিনে মমতা লালখান বাজারস্থ নগর মাতৃসদন হাসপাতাল ও বন্দরটিলাস্থ মমতা নগর মাতৃসদন হাসপাতাল-২ সহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রসমুহে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সূত্র: মমতার প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post