চট্টগ্রাম, ২৪ মার্চ, ২০২২:
চট্টগ্রামে আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর, চট্টগ্রাম। শুধু মুক্তিযুদ্ধে চট্টগ্রামে পুলিশের প্রতিরোধ যুদ্ধের স্মৃতিগুলো নয়, যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে ১৯৩০ সালের অগ্নিযুগের বিপ্লবীদের দামপাড়ার ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুটের স্মৃতিগুলোও। আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি কর্নারও। চট্টগ্রাম মহানগর পুলিশের উদ্যোগে এই যাদুঘরটি নির্মাণ করা হয়েছে। আজ যাদুঘারটি উদ্বোধন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
ব্রিটিশ আমলে ভিক্টোরিয়ান স্থাপত্য রীতিতে তৈরি একটি লাল দালানে ছিল ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার। ঠিক তার পাশের ভবনটিও লাল দালান। ভিক্টোরিয়ান স্থাপত্য রীতির। যে দালান থেকে ৭১ এর মুক্তিযুদ্ধে ২৬ মার্চের প্রথম প্রহরে হানাদার পাকিস্তানী বাহিনীকে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি পুলিশ বাহিনী।
দুটি পাশাপাশি ভবনের প্রায় ছয় হাজার বর্গফুটের ভবনে দুটি যুদ্ধের স্মৃতিই সংরক্ষণ করেছে বাংলাদেশ পুলিশ। প্রথম ভবনটিতে ৩০ দশকের যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের আত্মাহুতির(ফাঁসির) একটি রেপ্লিকা সংরক্ষণ করা হয়েছে। আর সেই ভবনে সংরক্ষণ করা হয়েছে বিপ্লবীদের ছবি, বিপ্লবীদের অস্ত্র, পোশাক সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম।
মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সুপার এস এম শামসুল হকের র্যাংক ব্যাজ, পোশাক, শহীদ আরআই আকরামের ব্যবহৃত রেডিও। সাথে অস্ত্রশস্ত্র সহ যুদ্ধেও নানা স্মৃতি। এর বাইরে সেখানে বঙ্গবন্ধু কর্নারে সংরক্ষণ করা হয়েছে জাতির পিতার নানা দুর্লভ স্মৃতি ও স্মারক আলোকচিত্র।
মুলত দুটি যুদ্ধেও নানা দলিলপত্রও সংরক্ষণ করা হয়েছে এই যাদুঘরে।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দামপাড়া পুলিশ লাইন্সের এই যাদুঘরের কাজ পুরোপুরি শেষ না হলেও এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এটি দর্শনর্থিদের জন্য খুলে দেয়া হবে। তারপর পুরোপুরি কাজ শেষ হলে নিয়মিত দর্মনার্থিদের জন্য খোলা রাখা হবে যাদুঘরটি। ছবি: সংগ্রহ
Discussion about this post