চট্টগ্রাম,১০ সেপ্টেম্বর, ২০২২:
চট্টগ্রামে প্রতিভাবান বয়সভিত্তিক ক্রিকেটার অন্বেষণে ১৫০ জন ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণে ১০ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে সিজেকেএস অনুর্ধ-১২ ক্রিকেট ফেস্ট ২০২২। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিসিবি পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ছিল এই আয়োজন।
এ প্রতিযোগিতায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন খেলোয়াড় গড়ে উঠবে। অন্যদিকে ধারাবাহিকভাবে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে এই ফেস্ট কার্যকর ভূমিকা বলে আশাবাদ ক্রিকেট সংশ্লিষ্টদের।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪দিন ব্যাপী আয়োজিত এই ক্রিকেট ফেস্ট-এ চট্টগ্রামের অনুর্ধ-১২ বছর বয়সী প্রায় ১৫০জন ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণে এম এ আজিজ স্টেডিয়াম মুখর হয়ে উঠে।
চট্টগ্রামের প্রথিতযশা সাবেক ১২জন কৃতি ক্রীড়া সংগঠকের নামে ১২টি দল গঠন করে ৩টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি, বিসিবি পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
উপস্থিত ছিলেন- বিসিবি ভেন্যু ম্যানেজার সাবেক ক্রিকেটার ফজলে বারী খান রুবেল, বিসিবি বিভাগীয় কোচ মমিনুল হক, ক্রিকেট কোচ মাসুম উদ-দৌলা, জেলা কোচ মাহবুবুল করিম মিঠু, ক্রিকেট কোচ রেজাউল করিম রাজিব প্রমুখ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দস্তগীর চৌধুরী একাদশ এবং রানার আপ হয় হাজি কামাল একাদশ। ফাইনালের সেরা খেলোয়াড় দস্তগীর চৌধুরী একাদশের সাইদ (২৮ রান এবং ২উইকেট), প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হাজি কামাল একাদশের হাবিব (৮ উইকেট), সর্বোচ্চ রান সংগ্রহকারী উইসুফ গনি চৌধুরী একাদশের আওসাফ (১১১ রান), প্রতিযোগিতার সেরা খেলোয়াড়- রফিক আহমেদ চৌধুরী একাদশের আরশাদুল হক (১০১ রান ও ১ উইকেট)।
অনুষ্ঠানে সেরা নৈপূণ্য প্রদর্শনকারী খেলোয়াড়বৃন্দ এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন উপস্থিত খেলোয়াড়, অভিভাবক, সংগঠক, কোচ, সাংবাদিক, বিসিবি কর্মকর্তাসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতা থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ মেয়াদী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দেরকে প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা প্রদান করেন। আগামী ৫ বছরের মধ্যে চট্টগ্রাম থেকে জাতীয় মানের ক্রিকেটার তুলে আনতে যথাযথভাবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রিকেট উন্নয়নে সকল প্রকার কার্যক্রম পরিচালনার আশ^াস ব্যক্ত করেন তিনি।
বিসিবি বিভাগীয় কোচ মমিনুল হকের তত্ত্বাবধায়নে অনুর্ধ্ব-১২ বছর বয়সী খেলোয়াড়দের বয়স যাচাই পূর্বক ১২টি দলে ভাগ করে ৪দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সমন্বয়ক হিসেবে কাজ করেছেন ক্রিকেট কোচ মাসুম উদ-দৌলা। প্রতিভাবান ক্রিকেটার অন্বেষনের দায়িত্বে ছিলেন সাবেক জাতীয় খেলোয়াড় ও বিসিবি জেলা কোচ মাহবুবুল করিম মিঠু এবং সাবেক খেলোয়াড় ও কোচ রেজাউল করিম রাজিব। ১২টি দলের প্রতিটিতে কোচ হিসেবে কাজ করেছেন চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট কোচবৃন্দ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post