চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লীগ-২০২২ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর সিজেকেএস জিমনেশিয়ামে উদ্বোধন করা হয়।
একুশে পদক প্রাপ্ত বরেণ্য সাংবাদিক দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লীগের উদ্বোধন করেন। সিজেকেএস কাউন্সিলর ও চুকবল কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল ও স্পন্সর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাহিদুল করিম বাপ্পি সিকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির মিঞা, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ফরিদ আহমেদ, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার মনি, লুৎফুল করিম সোহেল, এস এম আবদুল্লাহ্ আল মামুন, আলী আকবর, রায়হান উদ্দীন রুবেল, আবু জাহেদ, সিজেকেএস চুকবল কমিটির যুগ্ম সম্পাদক হায়দার আলী, সদস্য দ্বৈপায়ন পাল, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সহ সভাপতি আবদুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি